পিএইচডি ডিগ্রীর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে

- আপডেট সময় : ১১:১৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের সব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ও সমমানের ডিগ্রী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেয়া হয়েছে কিনা তা যাচাই করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিলে ইউজিসির চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ৬০ দিনের মধ্যে থিসিস জালিয়াতির অভিযোগে, ওষুধ-প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবিরের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। এসময় পিএইচডি থিসিস জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না এবং এবং থিসিস পেপার যাচাই-বাছাইয়ে কেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ নিয়োগ দেয়া হবে না– তা জানতে চেয়ও রুল জারি করে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ রুল জারির পাশাপাশি আজ এসব নির্দেশনা দেন। শুনানির পর্যবেক্ষণে উচ্চ আদালত আরো বলেন, টাকা দিয়েও এখন পিএইচডি ডিগ্রি কেনা যাচ্ছে। এদের সবার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়া উচিত।