পায়ের নিচে মাটি নেই বলেই বিএনপি রাজপথ ও নির্বাচন-বিমুখ : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৬:৫১:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই বলে রাজপথ এবং নির্বাচনবিমুখ হয়ে পড়েছে তারা। নেতিবাচক ও ষড়যন্ত্রের রাজনীতির জন্য তাদের এই অবস্থা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চারদিকে শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি করায় সরকারকে দ্রুত বিদায় নিতে হবে। শনিবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
শনিবার সকালে সরকারি বাসভবনে সমসমায়িক বিষয় নিয়ে ব্রিফিং করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ পরমতসহিষ্ণু, তাই বিএনপি এখনও রাজনীতি করতে পারছে। প্রকৃত পক্ষে তাদের পায়ের নিচে মাটি নেই।
রাজধানীর একটি হোটেলে ‘অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী সংবর্ধনা গ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রত্যেকটি ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। মানুষ ও দেশের কল্যাণে সরকারের কোন নজর নেই। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিদায় নিতে হবে।
সরকার দেশের শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন, মির্জা ফখরুল।