পায়রা সমুদ্র বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত
- আপডেট সময় : ০২:০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৪১ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূলে সরে গিয়ে দুর্বল হবার পর সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে এখনো দমকা হাওয়ার সাথে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পায়রা সমুদ্র বন্দরে আজও তিন নম্বর সতর্ক সংকেত বলবৎ রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপের প্রভাবে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। গত দু’দিন ধরে টানা মাঝারী থেকে ভারী বর্ষণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। উপকূলীয় নদ-নদীর পানির উচ্চতা ২ ফুট পর্যন্ত বেড়েছে।
এতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে দিনে দু’দফা জোয়ারে প্লাবিত হয়েছে পটুয়াখালীর অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। দুশ্চিন্তায় পড়েছেন আমন চাষীরা। সকল মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পটুয়াখালীতে ২৪ ঘন্টায় ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দু’একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
এদিকে, উপকূলীয় জেলা সাতক্ষীরায়ও থেমে থেমে মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে সেখানকার নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে পড়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ অবস্থা আরও দু’তিন দিন অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, জোয়ারের পানির চাপে আশাশুনি উপজেলার দক্ষিণ গদাইপুর এলাকার বেড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার পর দ্রুততম সময়ে বাঁধাটি মেরামত করা সম্ভব হওয়ায় আপাতত বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।



























