পাহাড়ধস ও পানিতে ডুবে কক্সবাজারে শিশুসহ ৯ জনের মৃত্যু
- আপডেট সময় : ১১:২১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪
- / ৪৩৬৭ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টি, পাহাড়ধস ও পানিতে ডুবে কক্সবাজারে শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। এদিকে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৯ মাঝিমাল্লা উদ্ধার হলেও এখনও নিখোঁজ ৪ জেলে। কক্সবাজারে ২৪ ঘন্টায় ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। যা এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি বলে জানায় আবহাওয়া বিভাগ। এদিকে রেকর্ড বৃষ্টির কারণে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। হোটেলে বন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন বেড়াতে আসা হাজারো পর্যটক।
আদরের দুই নাতনি এবং পুত্রবধুকে হারিয়ে এভাবে কান্নায় বারবার মুর্ছা যাচ্ছিলেন এই নারী। অথচ, সবাই এক সাথে খেয়ে রাতে ঘুমানোর আগেও তিনি জানতেন না যে, এক সাথে সবাইকে চিরতরে হারাতে হবে।
কক্সবাজার শহরের কাছাকাছি ঝিলংজার দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসের ঘটনায় মর্মান্তিক মৃত্যুর এ ঘটনা ঘটে। একইভাবে উখিয়া হাকিম পাড়া ১৪ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় আরও তিনজনের মৃত্যু হয়। অন্যদিকে ট্রলারডুবে আরও দুই জেলের মরদেহ উদ্ধার এবং টেকনাফে এক শিশুসহ এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে মোট ৯ জনের। অন্যদিকে ভারী বর্ষণে কক্সবাজার শহরের ৯০ শতাংশ এলাকা পানিতে ডুবে গেছে। শহরের প্রধান সড়ক, সৈকত সড়কসহ অন্তত ৩৫টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েক’শ দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে। তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি। জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল ব্যহত হওয়ায় পর্যটক ও স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে এখনো তিন নাম্বার সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।


























