পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৪ বছর পরও বাস্তবায়ন নিয়ে রয়েছে হতাশা আর ক্ষোভ

- আপডেট সময় : ০২:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
আজ ২ ডিসেম্বর। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২ যুগ পূর্তি। পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৪ বছর পরও চুক্তি বাস্তবায়ন নিয়ে রয়েছে হতাশা আর ক্ষোভ। চুক্তির পর পাহাড়ে উন্নয়নের ধারা বয়ে গেলেও কাঙ্খিত শান্তি ফিরেনি। হানাহানি আর রক্তক্ষয়ী সংঘাতে এখনো অশান্ত পার্বত্য অঞ্চল
স্বাধীনতা পরবর্তী দুই দশকের সংঘাত বন্ধে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষর হয়। এটি শান্তি চুক্তি নামেই পরিচিত। তৎকালীন সরকারের পক্ষে জাতীয় সংসদের চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ ও উপজাতীয়দের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় ওরফে সন্তু লারমা এ চুক্তিতে স্বাক্ষর করেন।
লক্ষ্য ছিলো পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা। এরপর কেটে যায় ২ যুগ। চুক্তির পর উন্নয়ন হলেও পাহাড়ে কাঙ্খিত শান্তি আসেনি। এখনো পাহাড় জুড়ে চলছে অবৈধ অস্ত্রের ব্যবহার, খুনাখুনি এবং সংঘাত। হালে চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার এবং স্বাক্ষরকারী দল জেএসএস’এর মধ্যে চলছে টানাপোড়েন। আর চুক্তি বাস্তবায়ন নিয়ে পাহাড়িদের মধ্যে রয়েছে নানা অভিযোগ।
সরকার বলছে চুক্তির ৭২টি ধারার মধ্যে অধিকাংশ বাস্তবায়ন হয়েছে। বাকিগুলোরও বাস্তবায়ন চলমান রয়েছে।
এদিকে পার্বত্য চুক্তিতে পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ হয়নি-অভিযোগ স্থানীয় বাঙ্গালীদের। চুক্তির কতিপয় ধারাও সংশোধনের দাবিও উঠেছে।
চুক্তির পূর্ণ বাস্তবতায় বা সংশোধন যে পদক্ষেপই সরকার নিক না কেন? পাহাড়ের মানুষের প্রত্যাশা নিরাপদ জীবনযাপন আর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি।