পার্বত্য চট্টগ্রামে ১ হাজার কিলোমিটার সীমান্ত সড়ক প্রকল্প
 
																
								
							
                                - আপডেট সময় : ১১:৩৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ২১৯০ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে সীমান্তের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও পর্যটন শিল্পের বিকাশের লক্ষ্যে সরকার ১ হাজার কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রথম পর্যায়ে ৩১৭ কিলোমিটার কাজ শেষ হচ্ছে। যার ব্যয় ৩ হাজার ৮৬১ কোটি টাকা। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের এই প্রকল্প বাস্তবায়ন করছে সেনাবাহিনী। এদিকে সীমান্ত সড়ক ঘিরে বদলে যেতে শুরু করেছে পাহাড়ি জীবন যাত্রা। হাতছানি দিচ্ছে কৃষি ও পর্যটন
সম্ভাবনা।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার অরক্ষিত সীমান্তে ১ হাজার কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। যা আয়তনের দিক থেকে দেশের সব চেয়ে বড় সড়ক নির্মাণ প্রকল্প। চলতি বছরের মে মাসে ৩১৭ কিলোমিটার সড়ক নির্মাণ কাজ শেষ হবে।
এদিকে, সীমান্ত সড়ক ঘিরে নতুন দিনের স্বপ্ন বুনছে পাহাড়ি জনপদ। পিছিয়ে থাকা পাহাড়ে দেখা দিয়েছে আর্থসামাজিক উন্নয়ন ও পর্যটন শিল্পের সম্ভবনা।
অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সীমান্ত সড়ক পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে জানান এ সেনা কর্মকর্তা।
কাজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাব সীমান্ত সড়ক উদ্বোধন করবেন বলে জানা গেছে।

 
																			 
																		



















