পার্বত্য চট্টগ্রামে বিলুপ্তপ্রায় শতাধিক প্রজাতির গাছ রক্ষায় বন বিভাগের যুগান্তকারী পদক্ষেপ

- আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫১৪ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামে বিলুপ্ত প্রায় ১’শ প্রজাতির গাছ সংরক্ষণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে বন বিভাগ। সরকারের নিজস্ব অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগ এ উদ্যোগ নিয়েছে। বিলুপ্ত প্রজাতির গাছের একটি বাগানও সৃজন করেছেন। যেখানে ইতোমধ্যে দুর্লভ ও বিলুপ্ত প্রায় ৩৬ প্রজাতির গাছ স্থান পেয়েছে। তৈরি করা হচ্ছে এসব গাছের বীজ ভান্ডার। এ ধরনের উদ্যোগ পাহাড়ের জীব বৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভুমিকা রাখবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
পাহাড়ের বন উজাড় হয়ে যাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এমন বাস্তবতায় আশার আলো দেখিয়েছে পার্বত্য চট্টগ্রাম জুম নিয়ন্ত্রণ বন বিভাগ। পাহাড়ের জীব বৈচিত্র্য ও বন রক্ষায় মাত্র ৭৫ হাজার টাকা ব্যয়ে বিলুপ্ত প্রায় গাছের একটি বাগান সৃজন করা হয়। যেখানে এখন পর্যন্ত ৩৬ প্রজাতির গাছ সংগ্রহ করা হয়। এছাড়াও বীজ ভান্ডার ও চারা তৈরী করে তা সরবরাহের ব্যবস্থা নেয়া হয়। সংরক্ষিত বাগানে রয়েছে ১২ প্রজাতির বনজ গাছ, ১৪ টি ঔষধী গাছ আর ১০ প্রজাতির গাছ রয়েছে যার ফুল ও গুল্ম পাখির খাবার যোগান দেয়।
২০২৩ অর্থ বছরে সৃজন করা দুর্লভ প্রজাতির গাছের বাগানটি ক্রমান্বয়ে আরো সমৃদ্ধ হবে। ইতোমধ্যে বাগান থেকে চারা বিক্রির কার্যক্রমও শুরু হয়েছে। যেখান থেকে মাত্র ৭ টাকায় চারা কেনা যাবে।
এ ধরনের উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের বন ও জীব বৈচিত্র্য রক্ষায় ভুমিকা রাখবে বলে মত বিশেষজ্ঞদের।
পার্বত্য চট্টগ্রামের বন সম্প্রসারণে সরকারকে আরো উদ্যোগ নেয়ার আহবান সংশ্লিষ্ট সকলের।