পার্বত্য এলাকার জন্য দেয়া শর্ত বাতিলের দাবিতে সিইসি’র কাছে স্মারকলিপি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে পার্বত্য এলাকার জন্য দেয়া শর্ত বাতিলের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা কমিটি।
দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি জমা দেয়া হয়। কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে প্রতিনিধি দলে সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে বলা হয়, সারাদেশের মতোই তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানেও ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু, নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে পার্বত্য এলাকার বাসিন্দাদের জন্য নির্বাচন কমিশন থেকে আলাদা কিছু শর্ত দেয়া হয়েছে। এসব শর্ত শিথিল করে হালনাগাদের সময় বাড়ানোর দাবি জানানো হয়।