পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে টুঙ্গিপাড়া সফর করেছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে টুঙ্গিপাড়া সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।
দাদী শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে যোগ দিতে দুপুর সোয়া ১২টায় তারা হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান। এসময় দলীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা ও শেখ রেহানা। এসময় ১৫ আগস্টে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন বঙ্গবন্ধু কন্যারা। বিকেল ৪টায় ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।