পারমানবিক শক্তি অস্ত্র উৎপাদনে নয়, শান্তির জন্য ব্যবহার করা হবে

- আপডেট সময় : ০২:০২:২১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
পারমানবিক শক্তি অস্ত্র উৎপাদনে নয়, শান্তির জন্য ব্যবহার করা হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট স্থাপনের মধ্যে দিয়ে বাংলাদেশ আরো একধাপ এগিয়ে গেছে। বিজ্ঞান প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করছে সরকার। এই বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে দিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ঘটবে বলে জানান সরকার প্রধান। দক্ষিণাঞ্চলে আরো একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
রূপপুরে এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। আগামী ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হবার কথা রয়েছে। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন।
তারি ধারাবাহিকথাই সকালে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই নিউক্লিয়ার প্লান্টের প্রথম ইউনিটে পারমাণবিক চুল্লী স্থাপনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি বলেন, অস্ত্র উৎপাদনে নয়, শান্তির কাজে ব্যবহার হবে পারমাণবিক শক্তি। দেশের মঙ্গলে পারমাণবিক শক্তির ব্যবহারের তাগিদ দেন তিনি।
তিনি আরো বলেন, সমালোচনাকারীরা না বুঝেই সমালোচনা করে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে বর্তমান সময়ে পারমানবিক চুল্লীর কারণে পরিবেশের কোন দূষণ হয় না।
এই পাওয়ার প্লান্টের মাধ্যমে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘঠবে বলেও জানান সরকার প্রধান।
দেশের দক্ষিণ অঞ্চালে আরো একটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করার জন্য কাজ করছে সরকার। ভিশন ২০৪১ কে সামনে রেখে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।