পাবনা ভাড়ারা ইউপি নির্বাচন বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচন বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
গত ১১ ডিসেম্বর সকালে দুই পক্ষের সংঘর্ষে এক স্বতন্ত্র প্রার্থী নিহতের ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল নির্বাচন কমিশনের উপ সচিব আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে নির্বাচন বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। ১১ ডিসেম্বর পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউপি নির্বাচনী প্রচারণা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী আবু সাঈদ খানের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র দুই প্রার্থী সুলতান মাহমুদ খান ও ইয়াসিন আলমের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলম নিহত হন। ওই দিনই চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।