পাবনা কাজীরহাট-অরিচা ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া, টোল আদায়সহ নানা অনিয়মের অভিযোগ

- আপডেট সময় : ০৫:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩
- / ১৬৮২ বার পড়া হয়েছে
পাবনা কাজীরহাট-অরিচা ফেরিঘাটে অতিরিক্ত যাত্রি ভাড়া ও গাড়ির টোল আদায়সহ নানা অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘাটে প্রশাসনের নজরদারির অভাব ও বিআইডব্লিউটিসির কিছু অসাধু কর্মকর্তার কারণে এ রুটে যানবাহন আসা-যাওয়া কমার আশংকা রয়েছে।
সরকার বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানোর জন্য কাজিরহাট আরিচা নৌ-রুটে পূনরায় ফেরি চালু করে। কিন্তু ঘাটে অতিরিক্ত গাড়ির টোল আদায় করছে বিআইডব্লিউটিসির কর্মকর্তারা, এমন অভিযোগ গাড়ির ড্রাইভার ও হেলফারদের।
সাধারণ যাত্রীদের কাছ থেকেও ৩৬ টাকার ভাড়া ৪৫/৫০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ঘাট ইজারাদারদের বিরুদ্ধে।
এদিকে এ ঘাটে নিয়ম না মেনে সকাল থেকে সন্ধা পর্যন্ত চলে স্পিড বোর্ড। সেখানেও রয়েছে অনিয়ম এমন অভিযোগ যাত্রীদের।
কাজীরহাট ঘাটে গত ৩ বছর আগে পথচারী যাত্রীদের সুভিধার্থে একটি ওয়াশ রুম তৈরী করলেও এখনো তা আলোর মুখ দেখেনি যাত্রীর
আরিচা ঘাটের দায়িত্বে থাকাদের কাছে এসব অনিয়মের বিষয়ে জানতে চাইলে তারা তা অস্বীকার করেন ।
বিআইডব্লিউটিসির কর্মকর্তা মোঃ ফখরুজ্জামান ঘাটে দালাল চক্র সক্রি আছে বলে স্বীকার করেন।
স্থানীয় জন প্রতিণিধিরা সমস্যা সামাধানে আশার কথা শুনালেন।
বেড়া উপজেলা নির্বাহী অফিসার জানান, যাত্রিদের সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য ঘাটের রাস্তা প্রসার সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হাতে নেয়া হয়েছে ।
কাজিরহাট আরিচা নৌ-রুটে অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।