পাবনা ও বাগেরহাটে ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
পাবনা ও বাগেরহাটে ভোটকেন্দ্রে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফেনীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্যসহ দুইজন আহত হয়েছে।
বাগেরহাটের মোংলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী। তিনি জানান ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে গেলে তাকে বাধা দেয়া হয়। পরে তাদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এদিকে, রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভায়ও বিএনপির মেয়র প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপির মেয়র প্রার্থী।
















