পাবনা ও কুমিল্লায় কর্মবিরতি পালন করেছেন কালেক্টরেট সহকারী সমিতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো পাবনা ও কুমিল্লায় কর্মবিরতি পালন করেছেন কর্মচারীরা।
সচিবালয়ের ন্যায় পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে পঞ্চম দিনের মত পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে পাবনার বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতির কর্মচারীরা। কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
এদিকে, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভুমি কার্যালয়ে কর্মরত ৬-১১ গ্রেডের অন্তর্ভূক্ত কর্মচারীদের চারদফা দাবিতে সারাদিন কর্মবিরতি পালন করেছেন প্রতিষ্ঠানের কর্মচারীরা। সকাল থেকেই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন কর্মচারীরা।