পাবনা ঈশ্বরদীর টিটিই শফিকুল ইসলাম নির্দোষ প্রমাণিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৬৩২ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা ‘অসদাচরণের’ অভিযোগ প্রমাণিত হয় নি।
রেলওয়ের পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের হাতে প্রতিবেদন জমা দেন তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান বিভাগীয় সহকারী পরিবহণ কর্মকর্তা সাজেদুল ইসলাম। এ সময় অন্য দুই সদস্যও উপস্থিত ছিলেন। তদন্তে টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে তোলা অভিযোগের কোনো ভিত্তি না পাওয়ায় নির্দোষ প্রমাণিত হয়েছেন তিনি। তদন্ত প্রতিবেদনে গার্ড শরিফুলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। গেল ৫ মে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটের তিনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেন শফিকুল ইসলাম। পরে, রেলমন্ত্রীর স্ত্রীর ফোনে তাকে সাময়িক বরখাস্ত করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিন।