পাবনায় স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী হত্যায় মামলা দায়ের

- আপডেট সময় : ০৫:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। নিহতের বাবা মোজাম্মেল হক খান বাদি হয়ে গতকাল মধ্যরাতে মামলাটি দায়ের করেন।
শনিবার সকালে ভাঁড়ারা ইউনিয়নের নির্বাচনী প্রচারনার সময় আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ খান ও তার সমর্থকদের সাথে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদের সর্মথকদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমসহ অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইয়াছিন আলমের। সকালে নিহতের ময়না তদন্ত শেষে পুলিশ পাহারায় মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ হত্যার সাথে জড়িতদের বিচার দাবী করেন নিহতের স্বজনেরা।
সংঘর্ষের জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদকে দায়ী করেন আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।
এ ঘটনায় নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচন সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
দোষীরা আইনের আওতায় আসবে সেই সাথে এলাকায় শান্তি ফিরে আসবে এমটাই প্রত্যাশা সবার।