পাবনায় নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
পাবনার আতাইকুলা থানার এসআই হাসান আলী নিজ পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন।
রাতের কোন এক সময় থানার ছাদে এ ঘটনা ঘটে। সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, রাতে খাবার খেয়ে থানার একটি কক্ষে ছিলেন এসআই হাসান আলী।গেলরাতের কোন এক সময় তিনি মোবাইল ফোনে কথা বলার জন্য থানার ছাদে যান। সেখানে তিনি তার নামে ইস্যুকৃত পিস্তল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। সকালে তাকে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে থানার ছাদে তার মরদেহ পাওয়া যায়। তার আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।