পাবনায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে গুলি ও বোমা হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এএম রফিকউল্লাহ’র বাড়ি লক্ষ্য করে দূর্বৃত্তরা গুলিবর্ষণ ও হাতবোমা নিক্ষেপ করেছে।
শনিবার দিবাগত গভীররাতে নগরবাড়ির রঘুনাথপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদের চেয়ারম্যান সমর্থকরা রোববার সকালে কাশিনাথপুর মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় উভয়দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে বেলা বারোটার দিকে প্রশাসনের আশ্বাসে যান চলাচল স্বাভাবিক হয় অবরোধ শেষে বিক্ষোভকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করে। চেয়ারম্যান এএম রফিকউল্লাহ জানান, শনিবার রাত তিনটার দিকে একদল দূর্বৃত্তরা আমার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি।





















