পাবনার এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহর হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় হাসপাতাল ও আবাসিক এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে বিষয়টি সাধারণ মানুষকে অবহিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার রায়হান জানান, স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস পজেটিভ হওয়ার পর হাসপাতাল ও সকল কোয়ার্টার লকডাউন করে দেয়া হয়েছে। এ সময় সবাইকে ঘরে অবস্থান করার নির্দেশ দেয়া হয়েছে। আর জরুরী স্বাস্থ্যসেবা নিতে সবাইকে হাসপাতালের চিকিৎসকদের মোবাইল ফোনে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে। তবে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শের বাইরে যারা ছিল, শুধু তারাই জরুরী বিভাগে দায়িত্ব পালন করবে।