পাপিয়া চৌধুরী ও তার স্বামীর বিরুদ্ধে করা অস্ত্র মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নেত্রী পাপিয়া চৌধুরী ও তার স্বামী সুমন চৌধুরী বিরুদ্ধে করা অস্ত্র মামলায় প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। বদলি হয়ে যাওয়ায় সাক্ষ্যগ্রহণের সময় বাদী অনুপুস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান,
বাদী সিনিয়র ওয়ারেন্ট অফিসার সফিকুল ইসলামের অনুপস্থিতিতে মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে সকালে প্রথমদিনের সাক্ষ্য গ্রহণ চলে। আগামীকাল দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
এসময় আদালতে সাক্ষ্য দেন জব্দ তালিকার সাক্ষী সাইফুল ইসলাম। এর আগে শুনানির জন্য পাপিয়া ও তার স্বামীকে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ।