পাপিয়া ও তার স্বামী মফিজুরের তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর

- আপডেট সময় : ০৯:১১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
নারী ও মাদক ব্যবসা এবং অর্থপাচারে জড়িত, বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুরকে তিন মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম মাসুদুর রহমান সোমবার দুপুরে এ আদেশ দেন। মামলার অপর আসামীরা হলো, পাপিয়ার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন ছাড়াও, এই দম্পতির দুই ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকার। এর মধ্যে জাল নোট, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলার প্রতিটিতে পুলিশ পাপিয়া ও তার স্বামীর ১০ দিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত তিন মামলায় তাদের ৫ দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনে করা জাল নোটের মামলায় দম্পতির দুই সহযোগী শেখ তায়্যিবা ও সাব্বির খন্দকারের বিরুদ্ধে পুলিশ ১০ দিন করে রিমান্ড চাইলে, আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দুপুরে ৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশ।