পাথর-বালু সংকটে থমকে আছে রংপুর বিভাগের বিভিন্ন সড়ক-মহাসড়কের কাজ

- আপডেট সময় : ০৩:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
পাথর-বালু সংকটে থমকে আছে রংপুর নগরীসহ বিভাগের বিভিন্ন সড়ক-মহাসড়কের কাজ। প্রায় দু’হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ে শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে শংকা। ঠিকাদাররা বলছেন, করোনার কারনে পাথর আমদানি বন্ধ। আর, বন্যায় বালুমহালগুলো ডুবে যাওয়ায় কাজ বন্ধ রেখেছেন তারা। তবে কর্তৃপক্ষ বলছে, আগামী মাসের মাঝামাঝিতে কাজ শুরু হবে।
এই হাল রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট মহাসড়কটির। খানাখন্দে ভরে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।একই অবস্থা রংপুর নগরীতেও। সড়কগুলো সংস্কারে ইতিমধ্যে কাজ শুরু হলেও দুর্ভোগ কমেনি, নগরবাসীর।বিভিন্ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়নে কাজ করছে রংপুর সিটি করপোরেশন। এর মধ্যে রয়েছে সরকারি বরাদ্দ, বিশ্বব্যাংক, জাইকা ও ভারতীয় অনুদান। তবে, পাথর আর বালির অভাবে থমকে গেছে উন্নয়ন কাজগুলো। নির্ধারিত সময়ে প্রকল্পগুলো শেষ হওয়া নিয়েও রয়েছে সংশয়।
করোনা ও বন্যার কারনে স্থবিরতা দেখা দিলেও, সেপ্টেম্বরের মাঝামাঝি পুরোদমে কাজ শুরু হবে বলে জানান, কর্মকর্তারা।সড়ক ও জনপথ বিভাগের আওতায় ২২টি প্রকল্পে সড়ক-মহাসড়ক উন্নয়নে চলমান রয়েছে এক হাজার দু’শ কোটি টাকার কাজ।