পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে ট্রাকের সারি

- আপডেট সময় : ১২:০১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ টি জেলার প্রবেশদ্বার পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌরুটের পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে ট্রাকের সারি।
সকালে থেকে শত শত পণ্যবাহী ট্রাক ফেরি পারা পারের অপেক্ষায় রয়েছে। তবে যাত্রীবাহী ও ব্যাক্তিগত যানবাহনের তেমন কোন চাপ নেই দাবী করেছেন বিআইডব্লিটিসি। তীব্র স্রোত ও ফেরি সংকটের কারনেই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া- দৌলতদিয়ায়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যারয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া- দৌলতদিয়া নৌরুটে ১৬ টি ফেরির মধ্যে ১২ টি ফেরি দিয়ে যানবাহন পারা পার করা হচ্ছে। নদীতে তীব্র স্রোত থাকায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়া টার্মিনালে ৪ শতাধিক ট্রাক ও ৫০টির মত যাত্রীবাহী পরিবহন রয়েছে। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, উথুলী মোড় ও আরিচা এলাকা মিলে ঘাটমুখী চার শতাধিক ট্রাক রয়েছে।
গত ২৪ ঘন্টায় পদ্মায় অস্বাভাবিকভাবে পানি বেড়ে গতিবেগ তীব্র আকার ধারন করেছে। এতে কাঁঠালবাড়ি- শিমুলীয়া নৌরুটে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র স্রোতে চলাচল করতে না পারায় বন্ধ রয়েছে ডাম্ব ফেরি। রো-রো ও কেটাইপসহ ৫ থেকে ৬ টি ফেরি ধারন ক্ষমতার কম যানবাহন দিয়ে কোনমতে গরু বোঝাই ট্রাক, এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে।