পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশপথ– পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শত শত যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।
সকালে পাটুরিয়ার দুই টার্মিনালে ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং শতাধিক ব্যক্তিগত ও যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় ছিল। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন ঘাট কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের সহকারি ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, এ নৌরুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি দিয়ে বর্তমানে যানবাহন পারাপার করা হচ্ছে।