পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাল যাচ্ছে বেসরকারি জাহাজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়া রো-রো ফেরি উদ্ধারে সোমবার আসছে বেসরকারী উদ্ধার জাহাজ। বিআইডব্লিটিএ জানিয়েছে হামজা এবং রুস্তমের সক্ষমতা না থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পদ্মায় ডুবে থাকা ট্রাক গুলো উদ্ধার হলেও দুমড়ে-মুচড়ে গেছে। এ গুলো ঠিক করে আবার রাস্তায় নামাতে গুনতে হবে ৫ লাখ টাকার মতো। । এমন চিত্র আরও ১৩ ট্রাক ও কার্ভার্ডভ্যান মালিকের। ফায়ার সার্ভিসের হিসাব অনুযায়ী ফেরিডুবিতে ১৪টি ট্রাকের মালামালসহ ২০ কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। জানা যায়, পদ্মায় তলিয়ে থাকা যানবাহনগুলো উদ্ধারকারী জাহাজের ক্রেনের মাধ্যমে তীরে ওঠাতে গাড়ির ইঞ্জিনসহ বডির ক্ষতি হয়েছে। পাশাপাশি দীর্ঘ সময় পানিতে তলিয়ে থাকায় মালামালগুলো নষ্ট হয়েছে।