পাচারকালে ৩৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার

- আপডেট সময় : ০১:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চাঁদপুর সদরের কল্যাণপুর ইউনিয়নের চেয়ারম্যানের বাড়ি থেকে পাচারকালে ৩৫ বস্তা ত্রাণের চাল উদ্ধার করা হয়েছে। বিক্ষুব্ধ লোকজন দাসাদী সড়কে একটি ট্রাকে করে পাচারের সময় রাতে ওই চাল আটক করে থানায় খবর দেয়।
চাঁদপুর মডেল থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা গেলো রাত ১০টায় ওই চাল উদ্ধার করে উপজেলা পরিষদে নিয়ে আসে। এ ঘটনার পর ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেম রনি গা ঢাকা দিয়েছে। এ সময় উত্তেজিত জনতা চেয়ারম্যানের বাড়ি ভাংচুর করে। করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের জন্য উপজেলা পরিষদ থেকে দফায় দফায় কয়েক টন ত্রাণের চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান দুস্থদের মাঝে কিছু চাল বিলি করার পর নিজ বাড়িতে গোপনে ৩৫ বস্তা চাল লুকিয়ে রাখেন। রাতে তা অন্যত্র পাচারের সময় স্থানীয় জনতা আটক করে বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।