পাখির কলকাকলিতে মুখর এখন মেহেরপুরের পদ্মবিল
- আপডেট সময় : ০৫:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৭৭ বার পড়া হয়েছে
পাখির কলকাকলিতে মুখর এখন মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের পদ্মবিল। এলাবাসীর ভালবাসায় পরিযায়ীসহ অন্যান্য পাখিদেরও অভয়াশ্রমে পরিণত হয়েছে পদ্মবিল ও এখানকার গাছপালা।
পরিযায়ী পাখিদের সাথে পদ্মবিলের জল ও স্থলভাগ এখন পানকৌড়ি, বক, বালিহাঁস, কাদাখোঁচা, ডাহুক, শামুকখোলসহ বিভিন্ন প্রজাতীর পাখিদের অভয়াশ্রম। সারাদিন বিলে বিচরণ করে রাতে আশ্রয় নেয় বিল পাড়ের গ্রামগুলোর গাছ গাছালিতে ।
মাইলমারীর পদ্ম বিলে শত শত পরিযায়ী পাখির অবাধ বিচরণ প্রকৃতিকে করেছে অলংকৃত। তবে শিকারীদের লোলুপ দৃষ্টি আছে এদের উপর। তাই প্রশাসনের নজরদারীর দাবি পাখি প্রেমিদের।
পরিযায়ী পাখিরা ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং এদের বিষ্ঠা থেকে মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে ফসফরাস সার সৃষ্টির কথা জানান এই পরিবেশবিদ।
পাখিদের আবাসস্থল সুস্থ ও সুন্দর করার জন্য সব ধরণের ব্যবস্থা নিশ্চিত করার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পাখিদের অবাধ বিচরণের পরিবেশ সৃষ্টি ও শিকার বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের।










