পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট আবারো স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৬০৬ বার পড়া হয়েছে
পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ওমরাহ ফ্লাইট আবারো স্থগিত করা হয়েছে। করোনার জন্য দীর্ঘবন্ধের পর সীমিত আকারে আন্তর্জাতিক যাত্রীদের ওমরাহর জন্য বিমান চলাচল করেছিলো।
যে সকল দেশ থেকে ওমরাহকারীরা সৌদি আরবে আসছিলেন সেই দেশগুলোর মধ্যে অন্যতম ছিলো ইন্দোনেশিয়া এবং পাকিস্তান। কিন্তু সারাবিশ্বে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় ওমরাহ’র অনুমতি আবারো বন্ধ হয়েছে। পরবর্তী ঘোষণা পর্যন্ত এটি কার্যকর থাকবে। এদিকে, করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় সৌদি আরব ২০টি দেশের সঙ্গে ৩ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এই তালিকায় বাংলাদেশ নেই। বাংলাদেশের সঙ্গে এখনো ফ্লাইট যোগাযোগ চালু রয়েছে।