পাকিস্তানে পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত বৈধ কিনা সে বিষয়ে আজ রায়
- আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
পাকিস্তানে পার্লামেন্ট বিলোপের সিদ্ধান্ত বৈধ কিনা, সে বিষয়ে আজ রায় দেবে দেশটির সুপ্রিম কোর্ট। আজ শুনানির পর এই আদেশ দেবে দেশটির সর্বোচ্চ আদালত। রাজনৈতিক অস্থিরতা নিরসনে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হবে।
প্রধান বিচারপতি আতা বন্দিয়াল জানান, এ ব্যাপারে যুক্তিসংগত নির্দেশনা দিতেই সময় নেয়া হচ্ছে। পাকিস্তানের সর্বোচ্চ আদালতের চার বিচারপতির বেঞ্চ এ ইস্যুতে দ্বিধাবিভক্ত। দুজন বলছেন, অনাস্থা প্রস্তাবের প্রক্রিয়ায় ত্রুটি ছিল, এছাড়া তারা সাংবিধানিক নীতিমালা লঙ্ঘনেরও অভিযোগ তুলেছেন। তবে অন্য দুজনের অভিমত, প্রস্তাব খারিজ করার এখতিয়ার রয়েছে একমাত্র স্পিকারের, সেখানে সিদ্ধান্ত শুনিয়েছেন ডেপুটি। প্রধান বিচারপতি জানিয়েছেন, সব দলকেই জবাবদিহিতার আওতায় আনা হবে। এদিকে অন্তর্বর্তী প্রধানের নাম চেয়ে দুই দলের কাছেই চিঠি পাঠিয়েছেন প্রেসিডেন্ট। শাহবাজ শরিফ সেটি নাকচ করলেও, সাবেক বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন ইমরান খান।










