পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ- জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুপুর ২টায়। বিকেলেই জানা যাবে কে হচ্ছেন পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী। এদিকে ইমরানের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ করেছে সমর্থকরা।
প্রধানমন্ত্রী হতে মুখোমুখি লড়াইয়ে নামছেন পিএমএলএন প্রধান শাহবাজ শরিফ এবং পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি। বেলা ১২টা নাগাদ পার্লামেন্টারি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ইমরান খান। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে পার্লামেন্ট থেকে পিটিআই সদস্যদের পদত্যাগের বিষয়ে।
ক্ষমতাচ্যুতি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন ইমরান খান। এর পেছনে বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ আবারো তুলেছেন তিনি। পাকিস্তানে সরকার পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন।