পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩
- / ১৬১৪ বার পড়া হয়েছে
পাকিস্তানে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।
নিহতদের মধ্যে পাঁচজন নারী এবং তিনজন শিশু রয়েছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির সাত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল এলাকায় ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, জাকাত বিতরণের জন্য কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এ সময় কোম্পানি প্রাঙ্গণে জমায়েত হন চার শতাধিক নারী। ভিড় আরও বাড়ার আশঙ্কায় দরজা বন্ধ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ভেতর পর্যাপ্ত জায়গা না থাকায় গাদাগাদিতে পদদলিত হন অনেকে। অতিরিক্ত গরমে অনেকে অজ্ঞান হয়ে পড়ায় বেড়ে যায় হতাহতের সংখ্যা। এদিকে ঘটনার পরপরই ঘটনাস্থলে যায় পুলিশ।