পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের নামে স্টেডিয়ামের নামকরণ করেছে পাকিস্তান
- আপডেট সময় : ০১:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মার্চ ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের নামে স্টেডিয়ামের নামকরণ করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডির খান রিসার্চ ল্যাবরেটরিজ–কেআরএল স্টেডিয়ামের নতুন নামকরণ করা হলো শোয়েব আখতারের নামে।
রাওয়ালপিন্ডিতে জন্ম শোয়েব আকতারের। তাই তার সম্মানে এই নামকরণ। নিজের নামে স্টেডিয়াম দেখে রীতিমতো অবাক এবং আবেগাপ্লুত হয়েছেন শোয়েব আখতার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। এমন ভালোবাসা ও শ্রদ্ধায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শোয়েব। ১০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই পেসার। পাকিস্তানের হয়ে ৪৫ টেস্ট, ১৬৩ ওয়ানডে আর ১৫টি টি-টুয়েন্টি খেলেছেন শোয়েব আখতার। টেস্টে ১৭৮ উইকেট, ওয়ানডেতে ২৪৭ এবং টি-টুয়েন্টিতে ১৯ উইকেট নিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। নিজের নামে স্টেডিয়াম দেখে রীতিমতো অবাক এবং আবেগাপ্লুত হয়েছেন শোয়েব আখতার। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে টুইটারে প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি।










