পাওনা টাকা আত্মসাত করতেই চট্টগ্রামে বিকাশ এজেন্টকে হত্যা

- আপডেট সময় : ০৬:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
পাওনা টাকা আত্মসাত করতেই চট্টগ্রামের পাহাড়তলীতে বিকাশ এজেন্ট বিজয় কুমার বিশ্বাসকে হত্যা করেছে তারই বন্ধু আব্দুর রহমান। সকালে দামপাড়া সিআইডি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।
হত্যার ১০ দিনের মাথায় নগরীর ইপিজেড এলাকা থেকে অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, মরদেহ পার্শ্বেল করে ঢাকায় পাঠানোর চেষ্টায় ছিলো সে। কিন্তু ককশিট ভেঙ্গে যাওয়ায় তা সম্ভব না হওয়ায় অবশেষে অলংকার এলাকার একটি নির্জন গলিতে মরদেহ ফেলে পালিয়ে যায় সে। সিআইডির কর্মকর্তা জানান, গেলো ১৪ অক্টোবর পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুর রহমানের অফিসেই বিবাদ হয় বিজয়ের সঙ্গে। এসময় সে ইন্টারনেট লাইনের ক্যাবল গলায় পেঁচিয়ে বিজয়কে হত্যা করে। পরে কর্মচারি নাছিরউদ্দিনের সহযোগিতায় বিজয়ের মরদেহ ঢাকায় অজ্ঞাত ঠিকানায় পাঠানোর পরিকল্পনা করে।