কনটেন্ট পাইরেসী হওয়ায় রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে মূল স্বত্বাধিকারীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২০
- / ১৭১৪ বার পড়া হয়েছে
দেশে সব ধরনের ভিজ্যুয়াল প্রোডাকশন ও কনটেন্ট পাইরেসী হওয়ায় রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে মূল স্বত্বাধিকারীরা। এমন দাবি করেছে লাইসেন্সিং অ্যান্ড কালেকন্টিং সোসাইটি ফর সিনেমাটোগ্রাফ ফিল্ম-এর সভাপতি ব্যারিষ্টার ওলোরা আফরিন।
দুপুরে বিএফডিসিতে আয়োজিত চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি ও কপিরাইট সমিতির যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। এ সময় কপিরাইট আইন লঙ্ঘনের কথা তুলে ধরে তিনি আরো বলেন, এর ফলে দেশের বিভিন্ন মিডিয়ার সব ধরনের ভিজ্যুয়াল কনটেন্টের কপিরাইট স্বত্বের বিপরীতে কোন রেভিনিউ আদায় সম্ভব হচ্ছে না। এছাড়া কপিরাইট আইন অনুযায়ী শিল্পীরাও তাদের প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে সরকারের কাছে আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান তিনি।























