পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারিয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় প্রোটিয়ারা।
দক্ষিণ আফ্রিকার দেয়া ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৯ উইকেটে ১৪৩ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে, গ্রেনাডার সেইন্ট জর্জসে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রানের পূঁজি পায় প্রোটিয়ারা। সর্বোচ্চ ৭০ রান করেন ম্যাচসেরা এইডেন মার্করাম। ডি ককের অবদান ৬০। ফিডেল এ্যাডওয়ার্ডসের শিকার ২ উইকেট। জবাব দিতে নেমে একমাত্র এভিন লুইসকে ছাড়া প্রতিরোধ গড়তে পারেননি কেউই। ৩৪ বলে ৫১ রান করেন এই ওপেনার। তিন উইকেট নিয়ে সেরা প্রোটিয়া বোলার লুঙ্গি এনগিদি। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।