পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
পাঁচ দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের শরণার্থী হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে দাতাসংস্থা ও বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
সফরে তিনি আন্তর্জাতিক দাতাসংস্থা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। তুলে ধরবেন কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শরনাথীদের বিষয়ে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা। পরিদর্শনে যাবেন উখিয়ার রোহিঙ্গা ও ভাসানচর ক্যাম্ড। এসময় তাদের চাহিদা, চ্যালেঞ্জ ও ভবিষ্যতের প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন। ফিলিপ্পো গ্র্যান্ডির সফরে তার সঙ্গে আছেন ইউএনএইচসিআর এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত এবং হাই কমিশনারের সিনিয়র উপদেষ্টা হারভে ডি ভিলেরোচে।