পাঁচ দিনের ছুটি শেষে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস

- আপডেট সময় : ০৮:৩০:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ১৮৮০ বার পড়া হয়েছে
ঈদুল আজহায় টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলেছে সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক-বিমাসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তবে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ছিলোনা তেমন কর্মব্যস্ততা।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন এরপর ১ জুলাই সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিন ছুটি কাটিয়ে কর্মস্থলে আসেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। প্রথম কর্মদিবসে ছিলোনা তেমন কর্মব্যস্ততা, অফিস খুললেও পুরো এলাকায় এখনো কাটেনি ছুটির আমেজ। ছুটি কাটিয়ে প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অনেকেই। নিজ দপ্তরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রীও।
টানা পাঁচদিন ছুটি শেষে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খুললেও এখনো ব্যাংকপাড়া মতিঝিলে বিরাজ করছে ঈদের আমেজ। চিরচেনা প্রাণচাঞ্চল্য ও ব্যস্ততা নেই কোথাও। প্রথম কর্মদিবসে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিও ছিলো কিছুটা কম। লেনদেনও চলছে অনেকটা ঢিলেঢালা।