পাঁচ দফা দাবিতে আধবেলা হরতাল করেছে রংপুরের চিনিকল শ্রমিক ও আখচাষীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
চিনিকল চালুসহ পাঁচ দফা দাবিতে শ্যামপুর বন্দর এলাকায় আধবেলা হরতাল পালন করেছে রংপুরের শ্যামপুর চিনিকলের শ্রমিক ও আখচাষীরা। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন ও আখচাষী কল্যাণ সমিতি এই হরতাল আহবান করেছিল।
সকাল ৬ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মসূচিতে আন্দোলনকারীরা মিছিল ও সমাবেশ করে। মিল এলাকায় মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ। সম্প্রতি লোকসান এড়ানোর জন্য শ্যামপুর সহ ৬টি চিনিকলের আখমাড়াই সহ সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয় শিল্প মন্ত্রনালয়। ইউনিয়নের নেতারা বলেন, মিল বন্ধ করে দেয়া হলে শ্যামপুরে দুই হাজার সহ সারা দেশে কয়েক হাজার চাকুরীজীবি বেকার হয়ে পড়বে। এছাড়াও আখচাষীরা ক্ষতিগ্রস্ত হবেন।