পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে রঙ লেগেছে সারাদেশে
- আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ২৭৫৩ বার পড়া হয়েছে
দেশের বিভিন্ন জেলায় লেগেছে বসন্ত ও ভালোবাসা দিবসের রং। নানা আয়োজনে দিবসটি উদযাপনে মেতেছে এলাকার নবীন-প্রবীণ সবাই।
খুলনায় ফাগুন ও ভালোবাসা দিবসকে ঘিরে ফুলের দোকানগুলোতে লাল ও বাসন্তী রংয়ের শাড়ি পরা নারীদের ভিড়। নগরীর ফুলের দোকানগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন রকমের ফুলের সমারোহে। বিক্রেতারা ব্যস্ত নতুন-নতুন নকশার ফুলের গহনা তৈরিতে।
মাদারীপুরে কবিতা আবৃত্তির মাধ্যমে ঋতুরাজ বসন্ত উৎসব করেছে শিল্পীরা। শহরের শহীদ কানন চত্ত্বরে ‘উদ্ভাস আবৃত্তি’ সংগঠনের আয়োজনে চলে এই উৎসব। সংগীত, নৃত্য ও অভিনয়ে অংশ নেয় শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের শিল্পীরা।
ফাগুনকে বরণ আর বিশ্ব ভালবাসা দিবস উদযাপনে কুয়াকাটায় পর্যটকদের ভিড় দেখা গেছে। পুরো সৈকত জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পর্যটকদের নিরাপদ ভ্রমণে টুরিস্ট, থানা ও নৌ-পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।










