পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:১২ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
অধিকৃত জর্ডান নদীর পশ্চিমতীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদের সময় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনারা হামলা চালায়। এতে অন্তত ১৫০ ফিলিস্তিনি আহত হয়েছেন।
নাবলুস শহরের কাছে শুক্রবার জুমার নামাজের পর বেইতা শহরের উপকণ্ঠে অবস্থিত অবৈধ ইহুদি বসতি এভিয়াটার উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করে ফিলিস্তিনিরা। ইসরাইলি সেনারা রাবার-বুলেট ও স্টান গ্রেনেড ব্যবহার করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। এ সময় মাথায় গুলি লেগে আহত বেশ কয়েকজন ফিলিস্তিনিকে হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।আহত ফিলিস্তিনিদের নিয়ে যাওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সেও টিয়ারশেল নিক্ষেপ করে বর্বর ইসরাইলি বাহিনী। এছাড়া টিয়ারগ্যাসে ৭৯ জন অসুস্থ হয়ে পড়েন।