পশু পালন ও সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছে প্রায় শতাধিক পরিবার

- আপডেট সময় : ০২:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫৭১ বার পড়া হয়েছে
উপকূলীয় এলাকায় পশু পালন ও সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছে সাতক্ষীরার প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার। সংসারের কাজের ফাঁকে বাড়ির আঙিনায় সবজি চাষ ও ছাগল-ভেড়া পালনের মাধ্যমে অভাব-অনটনকে বিদায় জানিয়েছে তারা। উপকূলীয় এলাকায় কৃষিকে আরও উন্নত করার দাবি জানিয়েছে, স্থানীয়রা।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৯০ ভাগ লোক মাছ চাষের উপর নির্ভরশীল। উপকূলীয় এলাকায় লবনাক্ততার পরিমান বেশি হওয়ায় বাড়ি-ঘরের আঙিনাতেও সবজি চাষের সুযোগ ছিল না।
আম্ফানে ক্ষতিগ্রস্থদের মাঝে বিভিন্ন জাতের সবজির বীজ বিতরণ করা হয়। বাড়ির আঙিনায় লবনাক্ত মাটিতেই সেগুলো বপন করে তারা। নিজেদের চাহিদা মিটিয়ে এখন বিক্রি করেও লাভবান হচ্ছে প্রান্তিক মানুষগুলো।
চাষীদের বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছে বেসরকারি সংস্থাগুলো। অসহায় মানুষের উন্নয়নে উপজেলা প্রাণিসম্পদ বিভাগও সক্রিয়। উপকূলীয় এলাকায় কৃষিতে আরও উন্নয়ন সম্ভব বলে মনে করে, স্থানীয়রা।