পশুর নদীতে ডুবে গেছে সার বোঝাই কার্গো জাহাজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর চ্যানেলের পশুর নদীতে এমভি দেশবন্ধু নামের একটি সার বোঝাই কার্গো জাহাজ ডুবে গেছে।
দুপুরে যশোরের নওয়াপাড়া যাওয়ার পথে পশুর নদীর চিলা ও কাইনমারী এলাকার মাঝামাঝি স্থানে ডুবোচরে আটকে যায় কার্গোটি। পরবর্তীতে তলা ফেটে কার্গোটির বেশিরভাগ অংশ পানির নিচে তলিয়ে যায়। তবে জাহাজে থাকা নাবিক ও শ্রমিকরা সাঁতরে নিরাপদে পৌছাতে সক্ষম হয়। সকাল ৮৫৯ টন টিএসপি সার নিয়ে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেয় কার্গোটি। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, কার্গো জাহাজটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে। ফলে অন্যসব নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত স্থানে উদ্ধারকর্মীদের পাঠানো হয়েছে। তারা পরিদর্শন করে রিপোর্ট দেয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।