পল্লবী থানা এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
মিরপুর-১১ এর পল্লবী থানা এলাকা থেকে সাব্বির হোসেন নামের এব যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
বিকেলে ডিএনসিসির নির্মাণাধীন অরক্ষিত মার্কেটের ভিতরে মরদেহটি পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানিয়রা। পরে পুলিশ এসে লাশের ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়। নিহতের পরিবারের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়া তাকে হত্যা করেছে মিরপুর-১১ এর বিহারি ক্যাম্প এলাকার মাদক ব্যবসায়ীরা। আর পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলী বলেন, কি কারনে হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত হবে এবং নিহতের পরিবার মামলা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।