পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় জনতার ঢল
- আপডেট সময় : ০৫:২০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৬০০ বার পড়া হয়েছে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাবেশস্থলে পৌঁছানোর অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দান। নেতাকর্মী ও সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে উঠে সমাবেশস্থল। পুরো এলাকা হয়ে উঠে ধানের শীষের একখণ্ড জমিন।
ভোরের আলো ফোটার পরপরই চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। ঠাণ্ডা উপেক্ষা করে কিশোর থেকে বৃদ্ধ, নানা বয়সী মানুষ আসতে থাকেন ময়দানে। সকাল ১০টার মধ্যেই মাঠের বিশাল অংশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
সময়ের সাথে সাথে পলোগ্রাউন্ড মাঠ পেরিয়ে মানুষের স্রোত চলে আসে আশেপাশের এলাকায়। নগরীর বিভিন্ন ওয়ার্ড ছাড়াও উপজেলা, কক্সবাজার ও তিন পার্বত্য জেলা থেকে ব্যানার ফেস্টুন, রঙ বেরঙের পোশাক পরে মিছিল নিয়ে লোকজন আসে সমাবেশস্থলে।
বিএনপি নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের আগমনে নির্বাচনে বিএনপির প্রচার-প্রচারণায় গতি পাবে।
গেলো কয়েকদিন ধরে তারেক রহমানের এ’ সমাবেশ ঘিরে চট্টগ্রাম পরিণত হয়েছে উৎসবের নগরীতে।


















