পলাশবাড়ী- সাদুল্যাপুর আসনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
গাইবান্ধায়-৩ পলাশবাড়ী- সাদুল্যাপুর আসনে চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
সকালে জেলা নির্বাচন অফিসে জেলা বিএনপির সভাপতি ডাঃ ময়নুল হাসান সাদিক বিএনপি থেকে মনোনয়ন পত্র জমা দেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, জাসদ থেকে খাদিমুল ইসলাম খুদি ও জাতীয় পাটি থেকে ময়নুর রাব্বী চৌধুরী মনোয়ন পত্র জমা দেন। গত ২৭ ডিসেম্বর সংসদ সদস্য ডাঃ ইউনুস আলী সরকারের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর যশোরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। পরে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। এর আগে মঙ্গলবার তার পক্ষে জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়।