পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে
- আপডেট সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৭০ বার পড়া হয়েছে
পর্যটকের ঢল নেমেছে সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। অতিথিতে পরিপূর্ণ ৫ শতাধিক হোটেল-মোটেল। তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। করোনার ভীতি অনেকটা কাটিয়ে ওঠার পাশাপাশি ৩দিনের ছুটি পেয়ে ভ্রমণে আসা ৩ লাখ পর্যটক ঘুরে বেড়াচ্ছেন মনের আনন্দে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
সমুদ্রের লোনা জলে গা ভাসানো আর বালুকা বেলায় দাঁড়িয়ে শেষ সূর্যাস্ত দেখাসহ প্রাকৃতিক সৌন্দর্য্যকে উপভোগ করতে কক্সবাজারে যান লাখো পর্যটক।
সাপ্তাহিক ছুটির সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ টানা তিনদিনের বন্ধে কক্সবাজারে জড়ো হয়েছেন ৩ লাখ পর্যটক। কক্সবাজারে ৫ শতাধিক হোটেল-মোটেল-গেস্ট হাউজ সব পরিপূর্ণ। লোকে লোকারণ্য সমুদ্র সৈকত। করোনামুক্ত অনাবিল আনন্দ আর বিশুদ্ধ উচ্ছ্বাসের যেন কমতি নেই তাদের।
তবে হোটেল-মোটেলগুলোর বিরুদ্ধে বাণিজ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তুলেছেন বেশিরভাগ পর্যটক। মেয়র বলছেন, পর্যটক হয়রানী বন্ধে জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কাজ করছে কক্সবাজার পৌরসভা।
স্বাস্থ্যবিধি মেনে পর্যটকদের নিরাপদে রাখতে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।
মহামারীর কারণে একবছর পর লাখো পর্যটকের ঢল নেমেছে এই সমুদ্র শহরে।















