পর্যটকদের বরণ করতে প্রস্তুত সাগরকন্যা কুয়াকাটা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের বরণ করতে প্রস্তুত। যদিও কুয়াকাটার আবাসিক হোটেল ও রিসোর্ট গুলোতে এখন পর্যন্ত নেই অগ্রিম বুকিং।
টানা ছুটিতে ভ্রমণ পিপাসুরা সমুদ্র সৈকতে ছুটে আসবেন বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। দর্শনার্থীদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে পুলিশের নজরদারি, থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জোরদার করা হয়েছে উদ্ধার কার্যক্রম। পর্যটন এলাকায় পর্যটকদের সেবা দিতে ১৬টি পেশার ব্যবসায়ী ও কর্মীরা প্রস্তুতি সম্পন্ন করেছে। পর্যটকদের সার্বিক নিরাপত্তা, সর্বোচ্চ সুযোগ-সুবিধা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে কাজ করেছে সংশ্লিষ্টরা।