পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। সাথে স্থানীয়দের উপস্থিতিও রয়েছে। সকাল থেকে সৈকতে অবস্থান করছেন হাজারো পর্যটক।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয়রা ছাড়াও শুক্র এবং শনিবার অন্তত লক্ষাধিক পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে। সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলী ও কবিতা চত্বর বীচ পয়েন্টে হাজার হাজার পর্যটকদের উপস্থিতি দেখা যায়। সপ্তাহিক ছুটির দিনে বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, সমুদ্র স্নান, মেরিন ড্রাইভ ভ্রমণ, সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় পার করছেন তারা। কক্সবাজার জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে সৈকতে আসা পর্যটকদের নিরাপত্তায় নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জোয়ার-ভাটার বার্তা জানাতে প্রস্তুত থাকেন লাইফগার্ডকর্মীরাও।




















