পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ভারত

- আপডেট সময় : ০১:৩৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
দেড় বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে ভারত। করোনা ভাইরাসের সংক্রমণ কমে যাওয়ায় শিগিগরই সীমান্ত খুলে দেয়া হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা এর সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার সঙ্গে আলোচনা করে কবে খোলা যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।ভারতের সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া বলেছে, গত বছরের মার্চে দেশ জুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত, পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে ভিসা দেয়া হবে। আগামী ১০ দিনের মধ্যে ঘোষণা আসতে পারে। পর্যটকদের বিনা মূল্যের ভিসার মেয়াদ আগামী বছরের পহেলা মার্চ পর্যন্ত করা হতে পারে। প্রথম দফায় প্রায় ৫ লাখ ভিসা ইস্যু করা হবে। বিনা মূল্যে ভিসা দেয়ার এই পদক্ষেপ স্বল্পসময়ের জন্য ভারত সফরে আসা পর্যটকদের উত্সাহিত করবে বলে আশা করা হচ্ছে।