পরীমনির অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান এমপি হারুনের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় অভিনেত্রী পরীমনির অভিযোগ সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির এমপি হারুন উর রশিদ।
সকালে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীকে আইনের আওতায় আনা না হলে অপরাধ বেড়ে যায়। তাই আইন প্রণয়নের চেয়ে–আইন প্রয়োগের বিষয়ে আরো বেশি নজর দেয়া দরকার বলে দাবি করেন এমপি হারুন। এছাড়া, দেশের আইন শৃঙ্খলার অবনতির কারণে অভিনেত্রী পরীমনির উপর এমন আচরণ হয়েছে বলেও জানান তিনি। দেশের সকল জনগণের নিরাপত্তায় স্বরাষ্টমন্ত্রণালয়কে আরো বেশি নজরদারি বাড়ানোর আহ্বান জানান এমপি হারুন উর রশিদ।


















